স্পোর্টস ডেস্ক ।। ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়েছে সরফরাজ খানের ছোটভাই মুশির। বয়স মাত্র নয় বছর, ম্যাচে ৯ রান দিয়ে উইকেটও নিয়েছে নয়টি। নয়ের ফাঁদে ফেলে প্রতিপক্ষের ইনিংসের বারোটা বাজানো এই ‘পুচকের’ নাম মুশির খান। বাঁহাতি স্পিনে একাই প্রতিপক্ষকে হারিয়ে দেওয়া মুশিরের হ্যাটট্রিকও আছে ম্যাচে।
ভাবছেন, এ আবার কোথাকার কোন মুশির! ভাবার কথাই বটে; কারণ, শচিনপুত্র অর্জুন কিংবা অন্য কোনো তারকা খেলোয়াড়ের সঙ্গে তার যেমন নেই কোনো সম্পর্ক তেমনিভাবে এর আগে কোনো কারণে আলোচনায় আসেনি সে। তবে ক্রিকেটের বনেদিপাড়ায় একেবারে অচেনা নয় মুশির।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পক্ষে খেলা সরফরাজ খানের ছোটভাই মুশির। ভারতের ক্রিকেট জগতে এতো তারকার ভিড়ে সরফরাজও আসলে ততটা পরিচিত নন। তবে এবারের আইপিএলে দারুণ খেলে অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা কুড়ানো সরফরাজ পরিচিত হওয়ার দৌড়েই আছেন।
১৭ বছরের সরফরাজের চেয়ে আট বছরের ছোট মুশিরের এমন কীর্তি তাই খুব বেশি অবাক করার নয়।
ভারতের মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের গ্রীষ্মকালীন অনুর্ধ্ব ১৪ দলের জন্য ক্রিকেটার বাছাই প্রক্রিয়ার ওই ম্যাচটি ছিল দুই দিনের। দাদর ইউনিয়নের পক্ষে খেলা মুশির দুই ইনিংস মিলে ১২ উইকেট তুলে নেয় দাদর বিরারের বিপক্ষে।
মুম্বাইয়ের আজাদ ময়দানে অনুষ্ঠিত ওই ম্যাচে ব্যাট হাতে প্রতিপক্ষের বোলাদের ওপরও ছড়ি ঘুরিয়েছে সে। ১৫২ বল খেলে ৪৮ রান করে মুশির।