বাজেটের বিরুদ্ধে গণমুক্তি পরিষদের বিক্ষোভ মিছিল

সুব্রত দাস, গন্ডাছড়া, ০৫ ফেব্রুয়ারী || চলতি মাসের ১লা তারিখে সংসদে কেন্দ্রীয় সরকারের বাজেট পেশের বিরুদ্ধে গোটা দেশের সাথে রাজ্যেও ব্যাপক প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে। রাজ্যের বিরোধী দল সিপিআই(এম) দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন গুলি প্রতিটি বিধানসভা কেন্দ্রে ধারাবাহিক ভাবে বাজেট আন্দোলনে নেমেছে। বুধবার সারা ভারত কৃষক সভা এবং ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের গন্ডাছড়া বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে সর্বনাশা কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল প্রদর্শন এবং পথসভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকাল তিনটায় মহকুমা সদরের দলীয় কার্য্যলয় থেকে সংশ্লিষ্ট সংগঠনের নেতৃত্ব ও কর্মীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সদরের বিভিন্ন পথ পরিক্রমা করে বাজারের দুর্গাবাড়ির মুখে এসে শেষ হয় এবং উক্ত স্থানেই বাজেটের প্রতিলিপি আগুনে পুড়িয়ে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে নেতৃত্ব এবং কর্মীরা। বিক্ষোভ প্রদর্শনের পর অনুষ্ঠিত হয় পথসভা।
এদিন এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ললিতমোহন ত্রিপুরা, নেতৃত্ব অভিলাশ সরকার, শৈলেশ দাস, সুমতিরঞ্জন চাকমা, নারীনেতৃ অর্চনা দাস, দশরানী ত্রিপুরা এবং নেতৃত্ব সুখরঞ্জন দাস। সভাপতিত্ব করেন নেতৃত্ব সুবোধ মল্লিক। পথসভায় শীতকালীন সংসদ অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কর্তৃক দেশের জন্য যে বাজেট পেশ করা হয়েছে সেই বাজেটকে জন বিরোধী বলে আখ্যা দিয়ে অবিলম্বে সেই বাজেট বাতিল করার জন্য দাবী জানান পথসভার বক্তারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*