বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৫ ফেব্রুয়ারী || শান্তিরবাজার ডিগ্রী কলেজের মাঠে অনুষ্ঠিত হয় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার উপর বিশেষ মহড়া। হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ হলে কি কি করনীয় ও প্রয়োজন তা প্রশিক্ষনের জন্য বেতাগায় অবস্থিত শান্তিরবাজার ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয় এক বিশেষ মহড়া। বুধবার এই মহড়ায় মহকুমার বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিক ও কর্মরত কর্মীরা অংশগ্রহণ করে নিজেদের ভূমিকা পালন করেন। কলেজে উপস্থিত ছাত্র ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় এই মহড়া।
এদিন এক মহড়ায় কলেজ চলাকালীন সময়ে হঠাৎ করে ভূমিকম্প আসে। ভুমিকম্প আসার পর কলেজের ছাত্র ছাত্রীরা কলেজের রুম থেকে বের হয়ে মাঠে সেইফ জোনে এসে পৌঁছায়। ভূমিকম্পের পরবর্তী সময় দেখা যায় কলেজের কিছু ছাত্রছাত্রী রুমের ভেতরে আহত অবস্থায় পরে থাকে। আহতদের উদ্ধার কাজে প্রথমে ছুটে যায় সিভিল ডেফেন্সের টিম, পরবর্তী সময় ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা, পরবর্তী সময় ছুটে যায় টি এস আর জোওয়ানরা, অবশেষে আহতদের উদ্ধার কাজে এগিয়ে আসে এন ডি আর এফ এর টিম। সকলে নিজ নিজ প্রতিভার মাধ্যমে আহতের উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেল রিলিফ ক্যাম্পে নিয়ে যায়। সেখানে আহতের অবস্থা দেখে কর্তব্যরত চিকিৎসক কিছু সংখ্যক আহতকে উন্নত চিকিৎসার জন্য রোফার করে দেন, বাকি কিছু আহতদের রিলিফ ক্যাম্পে চিকিৎসার পর ছেরে দেওয়া হয়। এইভাবে সকলের উপস্থিতিতে নাটক মনস্থ করে এদিনের মহড়া অনুষ্ঠিত হয়।
এদিন এই মহড়া সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন দক্ষিন ত্রিপুরা জেলার জেলাশাসক স্মৃতা মল। মহড়া শেষে সকল আধিকারিকদের নিয়ে মহকুমাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় মোহড়ার বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা করলেন মহকুমাশাসক মনোজ কুমার সাহা সহ এন ডি আর এফ’র আধিকারিক।