আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ ফেব্রুয়ারী || রাজধানীর লেইক চৌমুহনী বাজারকে নতুনভাবে সাজিয়ে তুলতে বাজারকে ভেঙ্গে দেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে এলাকায়। তাই বৃহস্পতিবার লেইক চৌমুহনী বাজারের প্রায় ৬০০ থেকে ৭০০ জন ব্যবসায়ীরা ঘেরাও করলেন আগরতলা পুর নিগমের ১৯নং ওয়ার্ড অফিস। লেইক চৌমুহনী বাজারের ব্যবসায়ীদের দাবি, লেইক চৌমুহনী বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থা করে যেন বাজার ভাঙ্গা হয়। তাই তারা আগরতলা পুর নিগমের মেয়র এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে নিবেদন করেন যেন বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থা করা হয়।