আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ ফেব্রুয়ারী || আখ্যানের বিকেলের উদ্যোগে সাহিত্য অকাদেমি, নয়া দিল্লির সহযোগিতায় আগামী ৮ই এবং ৯ই ফেব্রুয়ারি আগরতলায় মেলারমাঠস্থিত এগিয়ে চল সংঘের প্রাঙ্গণে অরিন্দমনাথ স্মৃতি মঞ্চে অনুষ্ঠিত হবে গল্প উৎসব। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্যামাপদ চক্রবর্তী।গ
তিনি বলেন, গল্প উৎসবে নির্বাচিত গল্পকারদের গল্প পাঠ, লেখক পাঠক মতবিনিময় ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া বসে গল্প লেখো প্রতিযোগিতা, নির্বাচিত গল্পের উপর ভিত্তি করে ছবি আঁকা (ইলাস্ট্রেশন) প্রতিযোগিতা ও শুদ্ধ বাংলা বানান, ইত্যাদি প্রতিযোগিতা রয়েছে। এই উৎসবে সাহিত্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাহিত্য অকাদেমি পুরস্কার এবং হেনরী পুরস্কার জয়ী প্রখ্যাত কথাকার অমর মিত্র।