ফল নিয়ে অজানা তথ্য

flস্বাস্থ্য ও সচেতনতা ডেস্ক ।। বেঁচে থাকার জন্য আমরা বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করে থাকি। খাদ্য বিষয়ে এমন অনেক তথ্য আছে যা আমাদের অজানা থেকে যায়। জেনে নিন ফল সম্পর্কে তেমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

১. পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফল হচ্ছে টমেটো!

২. যেকোনো ওষুধ খাওয়ার আগে-পরে আঙ্গুর খেলে নেতিবাচক বিক্রিয়া হতে পারে।

৩. ফল নিয়ে পড়ালেখার নাম ‘পমোলজি’।

৪. ‘ফ্রুট সালাদ ট্রি’ নামক একটি গাছ আছে যেটিতে ৩-৭ রকমের ফল হয়।

৫. মানুষের চাইতে টমেটোর মধ্যে বেশি ‘জিন’ (genes) রয়েছে।

৬. কমলার চাইতে স্ট্রবেরিতে বেশি ভিটামিন সি রয়েছে।

৭. সারা পৃথিবীতে ৭০০০-এরও বেশি প্রকার আপেল হয়।

৮. সবচেয়ে রসাল ও সুস্বাদ কমলালেবু পাওয়া যায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

৯. নীল এবং বেগুনী রঙের ফল মস্তিষ্কের জন্য ভাল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*