আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ অক্টোবর || বিশালগড়ের গকুলনগর বন্ধন ব্যাঙ্ক সংলগ্ন এলাকায় ঘটল ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের জানানো মতে, শুক্রবার রাতে একটি মারুতি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাড়িকে ধাক্কা মারে, এরপর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি সুজুকি ডিজায়ার গাড়ি ও একটি বাইকে সজোরে আঘাত করে।
ঘটনায় এক শিশু ও এক মহিলা সহ মোট চারজন গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত অগ্নি নির্বাপক কর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ক্ষতিগ্রস্ত গাড়িগুলো থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
https://www.facebook.com/share/v/1DQeiyrK24/
