আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ অক্টোবর || রাজ্যের বিশিষ্ট নৃত্যশিল্পী হীরা দে প্রয়াত। শুক্রবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই বিশিষ্ট শিল্পী।
হীরা দে ছিলেন ত্রিপুরার সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নাম। রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে নৃত্যকলায় তিনি রাজ্যের প্রতিনিধিত্ব করেছেন বহুবার। তাঁর নৃত্য পরিবেশনা বহুবার দর্শকদের মুগ্ধ করেছে।
তাঁর প্রয়াণে রাজ্যের সাংস্কৃতিক মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বহু শিল্পী ও সংস্কৃতিপ্রেমী সামাজিক মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন এই প্রখ্যাত নৃত্যশিল্পীকে। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বও শোকবার্তা জানিয়েছেন।
