গোপাল সিং, খোয়াই, ০৩ অক্টোবর || বিশ্রামগঞ্জ বাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। রাজা চৌমুহনী এলাকায় হঠাৎ এক গৃহবধূর চিৎকারে থমকে যায় পথচলা, আর সেই সুযোগে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা সন্দেহজনকভাবে চলা একটি গাড়ি থামিয়ে দেন। পরে গাড়িতে থাকা গৃহবধূ ও তার বাবার বাড়ির সদস্যদের পুলিশের হাতে তুলে দেন তারা।
পুলিশ সূত্রে জানা গেছে, আঞ্জুমান রহমান নামে ২১ বছরের ওই বিবাহিতা মহিলা গত ২৭শে অক্টোবর স্বামীর আগরতলার অভয়নগরস্থ বাড়ি থেকে নিখোঁজ হন। পরে ১লা অক্টোবর তাকে উদ্ধার করে মহিলা থানার মাধ্যমে বিশ্রামগঞ্জ DPRC পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। বৃহস্পতিবার পরিবারের সদস্যরা তাকে বাড়ি, বিশালগড়ের মধ্য লক্ষীবিলে নিয়ে যাওয়ার সময় হঠাৎই গাড়ির ভেতর থেকে তিনি চিৎকার শুরু করেন।
গৃহবধূর অভিযোগ— বাবার বাড়ির সদস্যরা তার উপর আক্রমণ চালিয়েছে এবং তিনি সেখানে ফিরতে চান না। মুহূর্তের মধ্যে এলাকায় ভিড় জমে যায়, সৃষ্টি হয় উত্তেজনা। খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সবাইকে থানায় নিয়ে যায়। তদন্ত শেষে গৃহবধূকে পরিবারের সদস্যদের হেফাজতেই ফিরিয়ে দেওয়া হয়।
থানার ওসি অজিত দেববর্মা বলেন, “গৃহবধূ মানসিকভাবে কিছুটা অসুস্থ, তাই বারবার উল্টোপাল্টা কথা বলছে।” তবে থানার ভেতরেও তিনি বাবার বাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ করতে থাকেন এবং উচ্চস্বরে বলেন— “আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে আমার বাবার বাড়ির লোকেরা।”
স্থানীয় সূত্রের দাবি, গৃহবধূ তার প্রথম স্বামীকে ছেড়ে সোনামুড়া এলাকার এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। গৃহবধূর বাবার নাম মাহবুবুর রহমান।
