আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু হচ্ছে এম বি বি বিশ্ববিদ্যালয়

mbbuনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগষ্ট ।। আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু হতে যাচ্ছে মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়। সিলেক্ট কমিটিতে আলোচনার পর সোমবার বিধানসভায় ‘দি মহারাজা বীরবিক্রম ইউনিভার্সিটি – ২০১৫’ বিল পাশ হয়েছে। সোমবার সচিবালয়ে সাংবাদিক সন্মেলনে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী এই সংবাদ জানান। সাংবাদিক সন্মেলনে তিনি বলেন, ১৯৮৭ সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় চালু হয়। যা পরবর্তীতে ২০০৭ সালের ১১ জানুয়ারী সংসদে বিল পাশ করে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পায়। রাজ্যে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবী ছিল বহু দিনের। তিনি জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে এই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর বিষয়ে পঠন শুরু হবে। রাজ্যের রাজ্যপাল হবে এই নতুন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*