পেঁয়াজের ছ্যাঁকা

onionদেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১০ আগষ্ট ।। বর্ষা মানেই বৃষ্টি। বিজ্ঞানের আশীর্বাদ ধন্য এই পৃথিবীতে নানা ক্ষেত্রে অদ্ভুতপূর্ব দৃষ্টান্ত রয়েছে। কিন্তু এমন কোনো মন্ত্র নে যে মন্ত্রে মুহূর্তে বৃষ্টি আসবে। ফলে কৃষককূলে একনো বর্ষার উপর ভরসা করেই ফসল উৎপাদন করে। এবার বর্ষার অকৃপণ দানে সবজি ক্ষেত্রের ফসল বহু জায়গায় ক্ষতিগ্রস্থ হয়েছে। ফলে শহরের বাজারে সবজির আমদানীতে টান ধরার পাশাপাশি মূল্য বেড়েছে হু হু করে। তবে এমুহূর্তে পেঁয়াজের মূল্যের উর্ধগতিতে অনেকেই মুখরোচক খাবারে পেঁয়াজের ব্যবহারে কেজি থেকে গ্রামে নামাতে বাধ্য হয়েছেন। ব্যবসায়ীদের সঙ্গে কথা বল জানা গেছে পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য এই পেঁয়াজই কিন্তু দিল্লীর মসনদ দখলে হিরো হয়েছিল। বলতে দ্বিধা নেই বাজারে গেলেই সবার গায়ে লাগছে পেঁয়াজের ছ্যাঁকা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*