শুভ্র দে, চূড়াইবাড়ি, ১৬ আগষ্ট ।। এবার যান দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুই মহিলা। জানা যায়, স্বাধীনতা দিবসের সকালে উত্তর ধ্বনিছড়া এডিসি ভিলেজের শান্তিপুর গ্রামের বাসিন্দা রিঙ্কু মালাকার (দেব) ও রিমা মালাকার সহ গাড়ীর চালক কুমারঘাটের উদ্যেশে আসছিল। TR01 0575 নম্বরের ইয়ন গাড়ী নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ১কিঃমিঃ আসতেই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হতেই দুই মহিলা যাত্রী ঘটনা স্থলেই গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়ে। খবর পেয়ে পেচারথল থেকে অগ্নিনির্বাপক কর্মীরা সহ থানার পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের কইলাশহর জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।