আন্তর্জাতিক ডেস্ক ।। দু’দিনের সফরে আবুধাবি পৌঁছে বিখ্যাত শেখ জায়েদ মসজিদ ঘুরে দেখলেন নরেন্দ্র মোদী। কাল দুবাইয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। আজ প্রথাভেঙে তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান আবুধাবির যুবরাজ। বিদেশ সফরে নরেন্দ্র মোদী। এবার সংযুক্ত আরব আমীরশাহী। দু’দিনের সফরে রবিবার আবু ধাবি পৌঁছন প্রধানমন্ত্রী। ৩৪ বছর বাদে কোনও ভারতীয় প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমীরশাহী সফরে গেলেন। পৌঁছেই ট্যুইট করে মোদী বলেন, হ্যালো ইউ-এ-ই।
বিমানবন্দরে নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন আবু ধাবির যুবরাজ শেখ মহম্মদ বিন জায়েদ অল নাইয়ান ও তাঁর পাঁচ ভাই। এরপর আবু ধাবির বিখ্যাত শেখ জায়েদ মসজিদে যান প্রধাননমন্ত্রী। বিশ্বের তৃতীয় বৃহত্তম এই মসজিদ ঘুরে দেখেন নরেন্দ্র মোদী। প্রথমবার কোনও মসজিদে পা রেখে এর গঠনশৈলী সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। সোমবার দুবাইয়ের প্রধানমন্ত্রী মহম্মদ বিন রশিদ অল মখতুমের সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদী। বাণিজ্যের দিক থেকে এবং সন্ত্রাসবাদ-দমনের ক্ষেত্রে, ভারত যে সংযুক্ত আরম আমীরশাহীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগী বলে মনে করে, তা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী। মোদী জানান, সাতের দশকে যেখানে দুদেশের বাণিজ্যের পরিমাণ ছিল ১৮০ মার্কিন ডলার, তা আজ ৬০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই সফরে আবু ধাবি বিনিয়োগ পর্ষদের ম্যানেজিং ডিরেক্টরের দেওয়া নৈশভোজেও উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী। পাশাপাশি, সেখানে বসবাসকারী প্রায় ৫০ হাজার অনাবাসী ভারতীয়দের উদ্দেশ্যেও বক্তব্য রাখবেন মোদী। যা ঘিরে চরম উদ্দীপনার বাতাবরণ তৈরি হয়েছে।