দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৭ অক্টোবর ।। ১৯২০ সালের ১৭ই অক্টোবর ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হওয়ার পর দলের নীতি আদর্শ আর দলীয় ভাবধারার সঙ্গে সামাজিক অবস্থান নির্ধারিত হয়েছিল। কালক্রমে ১৯৬৪ সালে ভারতীয় কমিউনিস্ট পার্টির সপ্তম পার্টি কংগ্রেসে আত্মপ্রকাশ করে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। ১৭ই অক্টোবরকে স্মরনে রেখেই শনিবার CPI(M) দেশীয় কর্মসূচীর অঙ্গ হিসেবে রাজ্যে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে ৯৬ তম প্রতিষ্ঠা দিবস। বলের অপেক্ষা রাখেনা ভারতীয় রাজনীতির প্রবাহে এক কঠিন মুহূর্তের সামনে বামপন্থী আন্দোলন। ৯৬ তম প্রতিষ্ঠা দিবসে CPI(M) নেতৃবৃন্দ দেশীয় তথা আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরেছেন। CPI(M)-র ৯৬ তম প্রতিষ্ঠা দিবসে মুক্তধারা প্রেক্ষাগৃহে হল সভার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন CPI(M) রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাশ এবং সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত।