শুভ্র দে, চূড়াইবাড়ি, ০৩ নভেম্বর ।। পারিবারিক কলহের জেড়ে মর্মান্তিক খুন ৫৫ বছরের এক কৃষক। ঘটনার বিবরণে জানাযায়, লক্ষ্মী পূজোর আগের রাতে পানিসাগর থানাধীন উত্তর বৌয়া পঞ্চায়েতের ২নং ওয়ার্ডের বাসিন্দা কনেশ দাশকে (৫৫) পাশের বাড়ির ভাতিজা নীলকান্ত নাথ (৪৫) রাত ১টায় ঘুম থেকে ডেকে নিয়ে বেধরক পেটায়। বৃদ্ধ কৃষক কনেশ মাটিতে লুটিয়ে পরতেই নীলকান্ত পাথর দিয়ে গোপনাঙ্গে আঘাত করে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর রক্তাক্ত অবস্থায় কনেশ দাশকে পরিবারের লোকজন পানিসাগর হাসপাতাল ও জেলা হাসপাতাল হয়ে বহিঃরাজ্য শিলচর নিয়ে যায়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় গৌহাটি রেফার করা হয়। গৌহাটিতেও কনেশের চিকিৎসায় কোনো পরিবর্তন না হওয়ায় চিকিৎসকরা বাড়ী নিয়ে যাওয়ার পরামর্শ দিলে সোমবার দুপুরবেলা গৌহাটি থেকে বাড়ী ফেরার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বৃদ্ধ কনেশ। পরিবারের তরফে নীলকান্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পানিসাগর থানায়। বর্তমানে নীলকান্ত উত্তম মধ্যম খেয়ে শিলচর ম্যাডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।