গোপাল সিং, খোয়াই, ০৯ সেপ্টেম্বর || উত্তর জেলার সদর শহর ধর্মনগর মঙ্গলবার ভোর থেকেই কার্যত অচল। শ্রমিক নিগ্রহের ঘটনার প্রতিবাদে শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নিত্যযাত্রী ও সাধারণ মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। ঘটনার সূত্রপাত সোমবার রাতের দিকে, যখন ভারতীয় মজদুর সংঘের (বিএমএস) কর্মী-সমর্থক ও বহিষ্কৃত বিএমএস গোষ্ঠীর মধ্যে হঠাৎ করে সংঘর্ষ বেঁধে যায়। ব্যস্ত সেন্ট্রাল রোড এলাকায় দুই পক্ষের মধ্যে শুরু হয় তীব্র হাতাহাতি ও ধস্তাধস্তি। সংঘর্ষে গুরুতর আহত হন আব্দুল মুনাফ নামে এক ব্যক্তি। বর্তমানে তিনি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীদের মতে, প্রথমে সামান্য বাকবিতণ্ডা হলেও মুহূর্তের মধ্যে তা রণক্ষেত্রের রূপ নেয়। স্থানীয়দের দাবি, বহুদিন ধরেই সংগঠনের নেতৃত্ব নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে অন্দরে অন্দরে দ্বন্দ্ব চলছিল। সোমবার রাতের সংঘর্ষ সেই দ্বন্দ্বেরই প্রকাশ্য রূপ। ঘটনার জেরে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। সাধারণ মানুষের বক্তব্য, শ্রমিক সংগঠনের এই অন্তর্দ্বন্দ্ব এখন তাঁদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে। এদিকে, ধর্মনগর শহরে সোমবার রাতের পর থেকেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। বিএমএস বনাম বহিষ্কৃত বিএমএস-এর সংঘর্ষে সমগ্র এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।