সুব্রত দাস, গন্ডাছড়া, ১০ সেপ্টেম্বর || ধলাই জেলার ছৈলেংটা থানার অন্তর্গত চালিতা ছড়া জয়চন্দ্র পাড়া এলাকায় গুলিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুকও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার জয়চন্দ্র পাড়া এলাকায় হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ জানতে পারে, সাদা মোহন ত্রিপুরা নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে প্রথমে ছৈলেংটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে শারীরিক অবস্থার অবনতি হলে পরে ধলাই জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
গুলিবিদ্ধ ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। জিজ্ঞাসাবাদের পর কর্মসিং ত্রিপুরা ও খাকচা মোহন ত্রিপুরা নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে আজ দুপুরে অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই অস্ত্র দিয়েই গুলি চালানো হয়েছিল।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ।