মৃতদেহ সৎকারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা, পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার এক

গোপাল সিং, খোয়াই, ১০ সেপ্টেম্বর || খোয়াইয়ে মৃতদেহ সৎকারকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। ঘটনায় পুলিশের উপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, আরও পাচজনকে চিহ্নিত করা হয়েছে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে খোয়াই থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কৃষ্ণধন সরকার জানান, মঙ্গলবার রাতে খোয়াই থানাধীন সিপাইহাওড় শ্মশানঘাটে স্থানীয় মানুষ ও বারবিল এলাকার কিছু বাসিন্দার মধ্যে মৃতদেহ সৎকারকে কেন্দ্র করে বচসার সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ আধিকারিক মাধব সরকার, মহিলা থানার পুলিশসহ একদল পুলিশকর্মী ঘটনাস্থলে পৌঁছান।
কিন্তু পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। মুহূর্তেই ক্ষুব্ধ জনতা পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ। এমনকি পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। ওই রাতেই পুলিশের উপর হামলার ঘটনায় দীপক দেবনাথ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও আরও পাঁচজনকে চিহ্নিত করা হয়েছে। পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঝামেলার মূল সূত্রপাত ঘটান সুদীপ দেববর্মা নামে এক ব্যক্তি। তাঁকেও খুব শিগগির গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দিয়েছে খোয়াই থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*