“ইয়েচুরির জীবন ও সংগ্রাম থেকে শিক্ষা নিন” প্রথম প্রয়াণবার্ষিকীতে আলোচনাসভায় — জীতেন্দ্র চৌধুরী

গোপাল সিং, খোয়াই, ১০ সেপ্টেম্বর || সিপিআই(এম)-এর প্রয়াত প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রথম প্রয়াণবার্ষিকীতে মঙ্গলবার খোয়াইয়ে আয়োজিত এক ভিড়ভাট্টার আলোচনা সভায় তাঁর জীবন, সংগ্রাম ও রাজনৈতিক আদর্শকে স্মরণ করা হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে রাজ্য সম্পাদক ও পলিটব্যুরো সদস্য জীতেন্দ্র চৌধুরী বলেন, “সীতারাম ছিলেন অসাধারণ মেধাবী, তেজস্বী ও দূরদর্শী নেতা। তাঁর জীবন ও সংগ্রাম থেকে শিক্ষা নিয়েই আমাদের এগোতে হবে। মতাদর্শে বলীয়ান হয়ে লালঝান্ডাকে সমুন্নত রাখাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা।” তিনি আরও জানান, ইয়েচুরি ছিলেন বিরল রাজনৈতিক ব্যক্তিত্ব, যাঁর জনপ্রিয়তা দলীয় সীমা ছাড়িয়ে সর্বস্তরে পৌঁছেছিল।
সভায় বক্তব্য রাখেন জেলা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা ও মহকুমা সম্পাদক নির্মল বিশ্বাস। সভাপতিত্ব করেন প্রবীণ নেতা সুখেন্দু বিকাশ দে। শুরুতেই নেতৃবৃন্দ ইয়েচুরির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
সভায় বক্তারা বলেন, ইয়েচুরির মতাদর্শ, নীতি ও সংগ্রামী জীবন বর্তমান সময়ে বিশেষভাবে প্রাসঙ্গিক। সাম্প্রদায়িকতা ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব আজ আরও বেড়েছে। তাঁরা শপথ নেন—ইয়েচুরির অসমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে গিয়ে আন্দোলনকে আরও তীব্র করা হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*