গোপাল সিং, খোয়াই, ১০ সেপ্টেম্বর || খোয়াই জেলার পহরমুড়া এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ বাজেয়াপ্ত হয়েছে। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার রাতে সাদা পোশাকের পুলিশ ও খোয়াই মহিলা থানার যৌথ দল অভিযান চালিয়ে স্থানীয় বাসিন্দা সুধীন্দ্র দেবনাথের বাড়ি থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করে। অভিযানে ছোট-বড় মিলে মোট ৭৮ বোতল বিলেতি মদ আটক করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ২০ থেকে ২৫ হাজার টাকা। ঘটনাস্থলেই পুলিশ মদগুলো জব্দ করে থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুধীন্দ্র দেবনাথ দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদের ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রযোজ্য আইনে মামলা রুজু করার প্রক্রিয়া শুরু হয়েছে। পহরমুড়ার স্থানীয় বাসিন্দারা পুলিশের এই সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, দীর্ঘদিন ধরেই এলাকায় অবৈধ মদের কারবার গোপনে চলছিল। এই অভিযানের মাধ্যমে সেই চক্রের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হলো। এ বিষয়ে খোয়াই মহিলা থানার এক আধিকারিক জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে, যাতে এলাকায় অবৈধ মদের রমরমা ব্যবসা একেবারে বন্ধ করা যায়।