গোপাল সিং, খোয়াই, ১০ সেপ্টেম্বর || আসন্ন শারদোৎসব শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মঙ্গলবার খোয়াই মহকুমা প্রশাসনের উদ্যোগে নতুন টাউন হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশিষ নাথ শর্মা, মহকুমা শাসক নির্মল কুমার, মহকুমা পুলিশ আধিকারিক ডি. কুদীয়া রাসু সহ প্রশাসনিক আধিকারিক ও বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা। সভায় খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশিষ নাথ শর্মা সরকারি নিয়মনীতি মেনে দুর্গাপূজা আয়োজনের আহ্বান জানান। মহকুমা শাসক নির্মল কুমার পূজার সময়ে মান্য সরকারি নির্দেশাবলী তুলে ধরেন। অন্যদিকে, মহকুমা পুলিশ আধিকারিক ডি. কুদীয়া রাসু শান্তিপূর্ণ পূজা আয়োজনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবরকম নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং ক্লাবগুলির সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত প্রতিনিধিরা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে পূজা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।