গোপাল সিং, খোয়াই, ০৯ সেপ্টেম্বর || ত্রিপুরায় আবারও পুলিশের জালে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা। গতকাল রাত প্রায় ১০টার দিকে যাত্রাপুর থানাধীন কাঠালিয়া–থালিবারি সড়কের কামাই টিলা এলাকায় পুলিশের বিশেষ নাকা চেকিং অভিযানে ৪৫ কেজি গাঁজা উদ্ধার হয়।
থানার এসআই বিজয় চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ সদস্য ও TSR কর্মীরা যৌথভাবে অভিযান চালান। এসময় TR 08E0734 নাম্বারের একটি অল্টো K10 গাড়ি আটক করা হয়। তবে অভিযুক্ত গাড়িচালক অন্ধকারের সুযোগ নিয়ে জঙ্গলের ভিতরে পালিয়ে যায়।
পরে তল্লাশিতে গাড়ি থেকে মোট ৪৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাড়ি ও মাদক আইনি প্রক্রিয়ার মাধ্যমে জব্দ করা হয়েছে।
ঘটনার প্রেক্ষিতে যাত্রাপুর থানায় NDPS আইনে নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের সন্ধানে পুলিশের তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে।