রাজ্যে চাঁদাবাজি রুখতে ডেপুটেশন দিল মজদুর মনিটরিং সেল

গোপাল সিং, খোয়াই, ০৯ সেপ্টেম্বর || মুখ্যমন্ত্রীর কড়া বার্তাকেও অগ্রাহ্য করে রাজ্যের বিভিন্ন এলাকায় ফের মাথাচাড়া দিয়ে উঠছে চাঁদাবাজি। অভিযোগ, ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত রাস্তায় রাস্তায় গাড়ি থামিয়ে বিভিন্ন ক্লাব ও শ্রমিক সংগঠন বিশ্বকর্মা ও দুর্গাপূজার নামে চালকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করছে। টাকা না দিলে চালকদের মারধর করার পাশাপাশি গাড়ির উপরও হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার মজদুর মনিটরিং সেল-এর পক্ষ থেকে পুলিশ সদর দপ্তরে ত্রিপুরার ডিজিপির নিকট একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এভাবে জোরপূর্বক চাঁদা আদায় সরকার ও প্রশাসনের ভাবমূর্তি নষ্ট করছে এবং সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি করছে।
মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর জানান, “আমরা এ ঘটনার তীব্র নিন্দা করছি। সরকার যে জাতীয়তাবাদী ভাবমূর্তি ধরে রেখেছে, সেটিকে কলঙ্কিত করার চেষ্টা চলছে। অবিলম্বে কড়া পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অশান্ত হয়ে উঠতে পারে।” ডেপুটেশনের মাধ্যমে সংগঠন মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*