কৈলাসহরে নাবালিকা কন্যাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার পিতা

গোপাল সিং, খোয়াই, ০৯ সেপ্টেম্বর || ত্রিপুরা রাজ্যের কৈলাসহরে চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হলো গোটা ইরানি থানাধীন এলাকা। অভিযোগ, জন্মদাতা পিতা তার সাত বছরের নাবালিকা কন্যাকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে রাখে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ইরানি থানার পুলিশ।ইরানি থানার ওসি বিরাজ দেববর্মা মঙ্গলবার দুপুরে সংবাদমাধ্যমকে জানান, লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নেছার আলী ওরফে আনোয়ার গত ৭ই সেপ্টেম্বর তার কন্যাকে মৃত অবস্থায় কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে। সে দাবি করে, মেয়েটি গামছা দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু চিকিৎসকদের সন্দেহ হলে খবর পাঠানো হয় মহিলা থানায়। পুলিশ পরে নেছার আলীকে আটক করে থানায় নিয়ে আসে।
পরের দিন অর্থাৎ ৮ই সেপ্টেম্বর নাবালিকার মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ওইদিনই মৃতার মা রাজনা বেগম অভিযুক্ত পিতার বিরুদ্ধে লিখিত খুনের অভিযোগ দায়ের করেন। মামলাটি নথিভুক্ত হয় ইরানি থানায় (মামলা নং–41/2025)। পুলিশ মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চায়। সূত্রের খবর, অভিযুক্ত বিভিন্ন নেশার সঙ্গে জড়িত ছিল এবং কিছুদিন আগে স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। তদন্তে খতিয়ে দেখা হচ্ছে, নেছার আলী আসলেই কন্যাকে খুন করেছে কিনা এবং ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে। নাবালিকার মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*