গোপাল সিং, খোয়াই, ১০ সেপ্টেম্বর || সোনামুড়া থানার পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযানে বড় সাফল্য অর্জন করেছে। অভিযানে কবির হোসেন সরকার (৩৮) নামে এক ড্রাগ প্যাডলারকে গ্রেপ্তার করা হয়। সে সিপাহীজলার সোনামুড়া থানার অন্তর্গত রাঙামাটি, ওয়ার্ড নং-৫ এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, তার বাড়িতে হানা দিয়ে ১২.৯৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যা একটি সাবানের কেসে লুকিয়ে রাখা ছিল। এছাড়াও বাজেয়াপ্ত করা হয়— একটি পাসপোর্ট, একটি মোবাইল ফোন, মাদক ব্যবসার মাধ্যমে উপার্জিত ১১,২৬০ টাকা নগদ এবং একটি মোটরসাইকেল (নম্বর TR-08E-5019), যা দিয়ে সে এলাকায় মাদক পরিবহন করত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত কবির হোসেন স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে সোনামুড়া এলাকায় যুবক-যুবতীদের কাছে হেরোইন সরবরাহ করত। পুলিশ মনে করছে, এ ঘটনায় এলাকার আরও কয়েকজন জড়িত থাকতে পারে এবং তদন্তের অগ্রগতিতে আরও গ্রেপ্তার হতে পারে। ঘটনার পর সোনামুড়া থানায় এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল অভিযুক্তকে মহামান্য আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে। এলাকাবাসীর দাবি, মাদকচক্রের মূল হোতাদেরও দ্রুত গ্রেপ্তার করা উচিত।