আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর || আগামী ২৯শে সেপ্টেম্বর ২০২৫ থেকে ৪ঠা অক্টোবর ২০২৫ পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে রাজ্য সরকারের সমস্ত দপ্তর বন্ধ থাকবে। সোমবার সাধারণ প্রশাসন দপ্তরের পক্ষ থেকে এক সরকারি বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে।
তবে এ সময়ে জরুরি ও গুরুত্বপূর্ণ নথিপত্রের কাজ যাতে ব্যাহত না হয়, সেজন্য নির্দিষ্ট সংখ্যক কর্মচারীকে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মচারীরা নির্দিষ্ট সময় অনুযায়ী অফিসে উপস্থিত থেকে জরুরি পরিষেবা সচল রাখবেন।
সরকারি দপ্তরের ছুটির এই ঘোষণা রাজ্য জুড়ে কর্মীদের মধ্যে উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলেছে।