তেলিয়ামুড়া রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার, অভিযানে এক মহিলা আটক, NDPS আইনে মামলা রুজু

গোপাল সিং, খোয়াই, ১০ সেপ্টেম্বর || গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে বুধবার বিকেলে তেলিয়ামুড়া থানার পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। ঘটনায় এক মহিলাকে আটক করা হয়েছে। খবর অনুসারে, তেলিয়ামুড়া রেলস্টেশনের বাইরে ত্রিশাবাড়ি এলাকায় এদিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই সুকান্ত দেব, ডব্লিউএসআই সম্পা দাস, থানার অন্যান্য পুরুষ ও মহিলা কর্মী একসঙ্গে অভিযান চালান। এসময় আটক করা হয় মাধবী দে (৪৪), স্বামী প্রয়াত অজয় দে, চারগোলা, করিমগঞ্জ, থানা বদরপুরের বাসিন্দা। তল্লাশিতে তার কাছ থেকে মোট ১৫টি সাবান কেইসে ভরা ২৯০.৮৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। পুরো অভিযান চলাকালীন ডেপুটি কালেক্টর, তেলিয়ামুড়া মহকুমা শাসক ও অন্যান্য সরকারি আধিকারিক স্বাধীন সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। এ বিষয়ে একটি নির্দিষ্ট মামলা এনডিপিএস (NDPS) আইনের অধীনে রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে আরও তদন্ত চলছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*