সুব্রত দাস, গন্ডাছড়া, ১০ সেপ্টেম্বর || আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে রাইমাভ্যালি কংগ্রেস দল। বুধবার রাইমাভ্যালি ব্লক কংগ্রেস ও যুব কংগ্রেসের উদ্যোগে গন্ডাছড়া মহকুমার দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
“ভোট চোর, গদি চোর” স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা মিছিল। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাইমাভ্যালি ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরা, নেতৃত্ব রাজীব চাকমা, বিশ্বজিৎ বণিক এবং ধলাই জেলার কংগ্রেস নেতৃত্বের প্রতিনিধিরা। এছাড়াও রাজ্য নেতৃত্ব রাখু দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।
উক্ত পথসভায় রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এডিসি ভিলেজ থেকে ২৯টি পরিবার অর্থাৎ মোট ১১৪ জন ভোটার আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগ দেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য নেতৃত্ব রাখু দাস ও অন্যান্যরা।
সভা শেষে বক্তব্য রাখতে গিয়ে রাখু দাস বলেন, “ভোট চুরি ও গণতন্ত্র হরণের বিরুদ্ধে সারা দেশে কংগ্রেসের আন্দোলন শুরু হয়েছে। এ আন্দোলনের লক্ষ্য হল মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করা।”
কংগ্রেস নেতৃত্বের দাবি, আগামী এডিসি ভিলেজ নির্বাচনে সাধারণ মানুষ গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে রায় দেবেন এবং কংগ্রেসের হাতকে শক্তিশালী করবেন।