দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৮ নভেম্বর ।। শ্রক্রবার আগরতলা পুর নিগমের ভোটকে সামনে রেখে রাজ্যের মূখ্যমন্ত্রী ঊষাবাজারে জনসভায় মানুষকে আহবান জানিয়েছেন উন্নয়ন, অগ্রগতির স্বার্থে বামফ্রন্টকে পূণরায় ভোট দিতে। এলাকা বিন্যাসে ১ থেকে ৪নং পুর ওয়ার্ডে ভোট যুদ্ধে রয়েছেন ৩জন মহিলা একজন পুরুষ। CPI(M) ৩ মহিলা প্রার্থী হচ্ছথী১নং এ ঝুমা সরকার, ২নং এ স্মৃতি সরকার, ৩নং এ CPI(M) প্রার্থী নিখিল দেব এবং ৪নং ওয়ার্ডে তনিমা ঘোষ। পূর্বের ১নং ওয়ার্ড বর্তমানে ৩ নম্বর হয়েছে। বিগত বছরে ১নং ওয়ার্ডে জয় হাসিল করেছিলেন কংগ্রেসের মিলন দাস। তবে এবার মিলন দাসে ভাগ্যে জয় নিয়ে সন্দেহ রয়েছেন বলে জানিয়েছেন বাম সমর্থকরা। ১ থেকে ৪নং পুর ওয়ার্ডের সবকটা আসন দখলে জোরদার প্রয়াসে শ্রক্রবার ঊষাবাজারে মূখ্যমন্ত্রী অংশ নেন প্রচারে। নতুন নগর লোকাল কমিটির উদ্যোগে কেন্দ্রীয় জনসভায় উপস্থিত ছিলেন এলাকায় ভোট যুদ্ধে অবতীর্ণ চার প্রার্থী। সভাপতিত্ব করেছেন হিরণ্ময় রায়, CPI(M)-র পশ্চিম জেলা কমিটির সম্পাদক মন্ডলির সদস্য শ্যামল দে তাঁর ভাষনে পুর নগমের সার্বিক উন্নয়ন এবং ভবিষ্যতের রূপরেখা বর্ণনা করেছেন।