দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৬ নভেম্বর ।। ভারতবর্ষে জাত, পাত, ধর্ম, বর্ণের বিভেদ দূর করার ক্ষেত্রে ডঃ বি আর আম্বেদকর চিরনমস্য ব্যক্তিত্ব। মানুষ হয়ে মানবাধিকার বর্জিত, নিপীরিত জনের আত্মমর্যাদার প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেছেন ডঃ বি আর আম্বেদকর। জাতের দোহাই দিয়ে অধিকার বঞ্চিত মানুষদের জাগ্রত করে স্বাধিকারের লড়াইয়ের অনুপ্রেরনার উৎস ছিলেন তিনি। জীবনে চলার পথে ডঃ বি আর আম্বেদকর নিজেই মুখোমুখি হয়েছেন বঞ্চনার। এই বঞ্চনা থেকেই গর্জে উঠেন জাতের নামে বজ্জাতির। গোটা দেশ ডঃ বি আর আম্বেদকরের ১২৫তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে দেশের সংবিধান রচনার রুপকারকে। যে মানুষগুলোর অধিকার রক্ষায় জীবন সমর্পণ করেছেলেন ডঃ বি আর আম্বেদকর সেই প্রজাতির বঞ্চনা এখনো দূর হয়নি এই দেশ থেকে বলাই বাহুল্য।