গোপাল সিং, খোয়াই, ০৩ জুন ।। গত মঙ্গলবার নিরীহ শ্রমিককে পুলিশের সামনেই পিটিয়ে খুন করা হল। অথচ ঘটনাস্থল থেকে খোয়াই থানার দূরত্ব পঞ্চাশ মিটারেরও কম। পঞ্চাশ-ষাট জন মানুষ ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে কেবল তামশা দেখলেন। মৃত ব্যাক্তির নাম নিকুঞ্জ বর্মণ (৩০)। বাড়ী খোয়াই লালছড়া এলাকায়। সেদিন ক্ষুদিরাম বসুর মূর্তি সংলগ্ন স্থানে পুলিশের সামনেই নিকুঞ্জকে পিটিয়ে প্রায় আধমরা করল এক ব্যাবসায়ী ও এক কতিপয় গাড়ী শ্রমিক। বুধবার সকালে নিকুঞ্জ বর্মণের মৃত্যু হয়। তারপর থেকেই খোয়াইজুড়ে সমস্ত রাজনৈতিক দলগুলির দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। প্রদেশ কংগ্রেস, বামপন্থী শ্রমিক সংগঠন, বিজেপি এবং তৃণমূলের তরফে তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। শুক্রবার ফের প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বিজেপি সভাপতি পৃথক পৃথক ভাবে দলীয় কর্মীদের নিয়ে নিকুঞ্জের পরিবারের সাথে যোগাযোগ করেন এবং খোয়াই থানায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে ডেপুটেশান প্রদান করেন।