নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই ।। সোমবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রধান কার্যালয়ে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা দপ্তরের আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা সভায় মিলিত হন। এই পর্যালোচনা সভায় দপ্তরের কাজকর্মের বিষয়ে আলোচনা হয়। আলোচনাকালে তিনি দপ্তরের তথ্য শাখার কাজকে আরও সক্রিয় ও কার্যকরী করার উপর গুরুত্ব আরোপ করেন। ফটোগ্রাফী শাখাকেও আরো আধুনিক করে তোলার উপর শ্রী সাহা গুরুত্ব আরোপ করেন। পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা এম কে নাথ, যুগ্ম অধিকর্তা দিনেশ দেবনাথ, সহ-অধিকর্তা কুমার সিং সহ জেলা ও মহকুমা স্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।