
দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৯ জুলাই ।। আসাম আগরতলা জাতীয় সড়কের বেহাল অবস্থা ত্রিপুরার সার্বিক জনজীবনে অসহনীয় দুর্ভোগের সৃষ্টি করেছে। রাস্তার কল্যানে উদ্ভুৎ সঙ্কট বাজারের মূল্যসূচক ক্রমাগত ঊর্ধ্বমুখীতে নাভিশ্বাস আমজনতার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে দিনে রাতে হাজার হাজার মানুষকে পেট্রোল পাম্পেই পড়ে থাকতে হচ্ছে। সঙ্কট সমাধানে জোড় বিজোড় (অড ইভেন) ফোঁড়ার উপর বিষফোঁড়ার উপক্রম করেছে। পেট্রোলের হাহাকারে কোথাও পথ অবরোধ, কোথাও ধ্বস্তাধ্বস্তি লেগেই আছে। তার মধ্যেই শুক্রবার আগুনে ঘৃতাহুতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা শহরে। দুর্গা বাড়ী পেট্রোল পাম্পের সামনে উত্তেজিত জনতা রাস্তার মাঝখানে টায়ারে আগুন ধরিয়ে দিলে ত্রাসের সঞ্চার হয়। অগ্নিনির্বাপক দপ্তরের গাড়ী এলেও আগুন নেভানোর কাজ করতে দেয়নি উত্তেজিত জনতা, ঘটনার সংবাদ পেয়ে ছুটে
আসেন সদর SDM, তাৎক্ষনিক ভাবে কিছুক্ষন পেট্রোল দেয়ার শেষে পেট্রোলের স্টক শূন্য হতেই অবস্থা আবার অগ্নিগর্ভ হয়ে উঠে। খিস্তিঘেরি হজম করতে হয় সদর SDM কে। অবস্থা বেগতিক হওয়ায় দুর্গা বাড়ী পেট্রোল পাম্পে TSR মোতায়েন করতে হয়। শুক্রবার শুধু দুর্গা বাড়ী পেট্রোল পাম্প নয়, শহরের প্রায় পেট্রোল পাম্পেই একই চিত্র লক্ষ্য করা গেছে। বড়দোয়ালী, রাধানগর, চন্দ্রপুর, বিদূরকর্তা চৌমুহনী সহ আরো কিছু পেট্রোল পাম্পেই একই অবস্থা। জ্বালানীর সংকটে দিশেহারা মানুষের ক্রোধের আগুন চলতি দুর্ভোগে নতুন মাত্রা সংযোজন করেছে। সংকটে অনেকেই ঘোলা তেলে কামিয়ে নিচ্ছেন বলে অভিযোগ শোনা যাচ্ছে।