গোপাল সিং, খোয়াই, ২৬ সেপ্টেম্বর ।। খোয়াই তৃনমুল কংগ্রেসের উদ্যোগে সুভাষপার্ক বাজারে মিছিল করে কোহিনূর কমপ্লেক্সের সামনে এক পথ সভা সংগঠিত করা হয় সোমবার বিকেলে। পথ সভার আগে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের কুশপুতুল দাহ করা হয়। গত ২২শে সেপ্টেম্বর ভারত বিরোধী মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কুশপুত্তলিকা দাহ করে তৃনমুল কর্মীরা। পরবর্তী সময় পথ সভায় বক্তব্য রাখেন খোয়াই তৃনমুল জেলা সভাপতি মনোজ দাস, সুবীর নাথশর্মা, সমীর দাস সহ অন্যান্য নেতৃবৃন্দরা। তৃনমুল জেলা সভাপতি উনার ভাষনে খোয়াইয়ের বিভিন্ন সরকারী দপ্তরে দূর্নীতির বিষয় নিয়ে সরব হন। এছাড়া খোয়াই পুর পরিষদের যে সব বেনিফিসিয়ারীগন ঘর পেয়েছেন কিন্তু আজ অবধি তারা বাকি টাকা কেন পাননি সে বিষয়েও প্রশ্ন তুলেন। তিনি জানান যে ঐ সমস্ত বেনিফিসিয়ারিরা ধার-দেনা করে ঘরের কাজ প্রায় সম্পন্ন করে ফেলেছেন। এছাড়া কোহিনূর কমপ্লেক্সের অনেক পুরনো ব্যবসায়ীরা এখনও দোকানভিটি পাচ্ছেন না। খোয়াই শহরে এক ভবঘুরে মহিলা মা হতে চলেছেন বলেও অভিযোগ তুললেন তৃনমুল জেলা সভাপতি মনোজ দাস। বললেন, এই ঘটনা খোয়াইবাসীর কাছে অত্যন্ত লজ্জাজনক। অথচ বিভিন্ন সরকারী বা সামাজিক সংস্থা থাকলেও কেউ এগিয়ে আসছেন না। তাছাড়া বিএলও’দের নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রায় হুমকির সুরে জানানো হয় উনার যেন ঠিকমত কাজ করেন।
