আন্তর্জাতিক পিস পোষ্টার কনটেষ্ট ও বসে আঁকো প্রতিযোগিতা

drawingগোপাল সিং, খোয়াই, ০১ অক্টোবর ।। শুক্রবার মহালয়ার পূণ্যলগ্নে লায়ন্স ক্লাব খোয়াই শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর অঙ্গ হিসাবে সকাল ৮টায় ‘আন্তর্জাতিক পিস পোষ্টার কনটেষ্ট ২০১৬-১৭ এবং বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় খোয়াই সরকারী দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে। উক্ত প্রতিযোগিতায় ৩৩০ জন শিশু অংশগ্রহন করে। বসে আঁকো প্রতিযোগিতায় ক-বিভাগে নার্সারি থেকে ২য় শ্রেনী পর্যন্ত, খ-বিভাগে ৩য় শ্রেনী থেকে ৫ম শ্রেনীর ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে এবং ৬ষ্ঠ ও ৭ম শ্রেনীর ছাত্র-ছাত্রীরা ‘আন্তর্জাতিক পিস পোষ্টার কনটেষ্ট’-এ অংশগ্রহন করে। এখান থেকে যে শিশু প্রথম হবে সে রাজ্যস্তরে প্রতিযোগিতায় অংশ নেবে। সেখান থেকে বিজয়ীরা যাবে আন্তর্জাতিক স্তরে। প্রতিবেশী রাজ্য মণিপুর থেকে দু-দুবার এই আন্তর্জাতিক পিস পোষ্টার কন্টেষ্টে ১ম পুরস্কার পেয়েছে। বিজয়ীরা আমেরিকায় গিয়ে সম্বর্ধনা পাবার পাশাপাশি গোল্ড ম্যাডেল ও ৫ হাজার ডলার পুরস্কার হিসাবে পেয়েছে।  এদিকে লায়ন্স ক্লাব খোয়াই শাখার এদিনকার কর্মসূচীতে ছিল খোয়াই রামকৃষ্ণ আশ্রমে বস্ত্র বিতরন, ২ জন দুস্থ: শিশুকে আর্থিক সাহায্য প্রদান এবং রামচন্দ্রঘাটে বালক বাবা আশ্রমে বস্ত্র বিতরন এবং হাঙ্গার প্রজেক্টের অঙ্গ হিসাবে গরীব ও অনাথ শিশুদের খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করা হয় বলে জানালেন লায়ন্স ক্লাব খোয়াই শাখা সম্পাদক বিশ্বজিৎ পাল। তিনি জানান শুক্রবারের এই কর্মসূচীতে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। ৩৩০ জন শিশুর উপস্থিতি ও অংশগ্রহনই তার প্রমান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*