নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর ।। দীপাবলী উৎসব উপলক্ষ্যে রাজ্যের রাজ্যপাল তথাগত রায় এবং মূখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যবাসীকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল বলেন, ত্রিপুরায় ‘দীপাবলী’ উৎসবের প্রধান আকর্ষণ কেন্দ্র হল উদয়পুরের ত্রিপুরেশ্বরী মাতাবাড়ী। আলোর উৎসব দীপাবলী আনন্দের ধারা বয়ে আনে আমাদের মাঝে। তিনি বলেন, দীপাবলীর পূণ্যলগ্নে আমাদের রাজ্য ও রাজ্যবাসীর সমৃদ্ধি কামনা করি। শুভশক্তির বিকাশ ও অগ্রগতি হউক। অশুভ শক্তি সম্পর্কে সকলে সজাগ ও সচেতন থাকুন – এই আমার আবেদন।
পাশাপাশি এক শুভেচ্ছা বার্তায় মূখ্যমন্ত্রী বলেন, সকল সংকীর্তনতার ঊর্ধ্বে উঠে শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় ও সম্প্রসারিত করতে এই উৎসব সহায়ক হবে বলেই আমাদের বিশ্বাস। তিনি বলেন, সকলের সন্মিলিত সহযোগিতায় দীপাবলী উৎসব সুশৃঙ্খল মনোরম পরিবেশের মধ্য দিয়ে অতিবাহিত হোক।