
হাইকে ভিডিও কলিং ফিচার পেতে কী করতে হবে-
• হাইক মেসেঞ্জার না থাকলে তা ডাউনলোড করতে হবে বা সেপ্টেম্বর থেকে আপডেট করা না হলে হাইক মেসেঞ্জার আপডেট করতে হবে।
• যে বন্ধুর সঙ্গে যোগাযোগ করা হবে তার চ্যাট থ্রেড সিলেক্ট করতে হবে।
• উপরে ডানদিকে কল বাটন ট্যাপ করলে ভয়েস অথবা ভিডিও কলিংয়ের অপশন আসবে।
হাইক জানিয়েছে, ২ জি নেটওয়ার্ক সহ অন্যান্য নেটওয়ার্কে যাতে কাজ করে তার কথা মাথায় রেখেই ভিডিও কলিং ফিচার তৈরি করা হয়েছে। গুগল ডুও ভিডিও কলারের মতোই হাইকও কোনও কল ধরার আগে কলারের লাইভ প্রিভিউ দেবে। এই ফিচার বর্তমানে অ্যান্ড্রয়েড গ্রাহকরা পাবেন। খুব শীঘ্রই তা আইওএস গ্রাহকরাও পাবেন বলে আশা। এই ফিচার লঞ্চ করতে গিয়ে হাইকের প্রতিষ্ঠাতা তথা সিইও কেভিন ভারতী মিত্তাল বলেছেন, এত তাড়াতাড়ি বাজারে আসতে পেরে তাঁরা খুবই খুশি। উল্লেখ্য, হাইকের দাবি, তাদের গ্রাহক সংখ্যা ১০ কোটি। তার মধ্যে ৯৫ শতাংশই ভারতের।