গোপাল সিং, খোয়াই, ৩১ ডিসেম্বর ৷৷ খোয়াইতে অনুষ্ঠিত অনুর্ধ-১৪ ক্রিকেট প্রতিযোগিতার পঞ্চম ম্যাচে সাড়ে চারশ রান উঠল। খোয়াই সরকারী দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শুক্রবার মুখোমুখি হয় ভেনাস ক্লাব ও বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাব। প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাব। ব্যাট করতে নেমে স্লথ গতিতে রান তুলতে শুরু করে দুই ওপেনার সন্তোষ কুমার দাস ও রাজ দত্ত। ৪৩ মিনিট ব্যাটিং করে মাত্র ৩টি চারের সাহায্যে তাদের পার্টনারশিপে রান উঠে ২৯। এরপরই প্রথম উইকেটের পতন ঘটলে ক্রিজে আসে সম্রাট নম: দাস। ১৩টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৬১ বলে ৮৬ রানের দায়িত্বশীল ইনিংস খেলে সম্রাট। পাশাপাশি ৮টি চারের সাহায্যে ৩৭ বলে ৪০ রান করে রাহুল দেবনাথ এবং ৬টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৩৬ বলে ৩৫ রান করে প্রিতম দাস যোগ্য সঙ্গ দেয়। শেষে প্রিতম নাথশর্মার ৩টি চারের সাহায্যে করা ২০ বলে ২২ রানের ঝড়ো ইনিংসের সাহায্যে শেষ অবধি নির্ধারিত ৪০ ওভারে ৬ উইকেটে বিনিময়ে ২৭২ রানের স্কোর দাঁড় করায় ভেনাস ক্লাব। এর মধ্যে অতিরিক্ত রান ছিল ৫৫। বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাবের পক্ষে ২টি করে উইকেট নেয় সুভম বিশ্বাস ও প্রিয়জিৎ দাস এবং ১টি উইকেট যায় শুভায়ন পালের দখলে। ২৭৩ রানের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাবের দুই ওপেনার অভিজিৎ দে এবং বিজয় দাস। কিন্তু প্রত্যেক অন্তরালে উইকেট পড়তে থাকায় ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাব। শেষ পর্যন্ত দলের মিডল অর্ডার ব্যাটসম্যান কুন্তল দেবনাথ ১০টি চারের সাহায্যে ৫৮ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেললেও তাকে যোগ্য সঙ্গ কেউই দিতে পারেনি। নির্ধারিত ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২০৮ রানই সংগ্রহ করতে পারে বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাব। ভেনাস ক্লাব জয়ী হয় ৬৮ রানে। ভেনাস ক্লাবের পক্ষে কান্তি দত্ত সফল বোলার। তার সংগ্রহ ৩৮ রানে ৪টি মূল্যবান উইকেট। এছাড়া ২টি উইকেট পায় তন্ময় দেবসরকার, ১টি করে উইকেট পায় রাজ দত্ত এবং রাহুল দেবনাথ। এদিন মাঠে আম্পায়ারের দায়িত্ব পালন করে শঙ্খদ্বীপ ভৌমিক ও রিপন বিশ্বাস।