গোপাল সিং, খোয়াই, ২০ এপ্রিল ৷৷ দক্ষিন সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েতের ১নং ওয়ার্ড এলাকার রাস্তার বেহাল দশা। ১নং ওয়ার্ডে যাতায়াতের জন্য রাস্তা ছিল দুটি। কিন্তু সিঙ্গিছড়া প্যাক্সের বাজার হয়ে যে রাস্তাটি ছিল সেটি ব্রীজ ভেঙে যাওয়ার কারনে বন্ধ হয়ে পড়ে। বিকল্প রাস্তাটিরও দূর্বিসহ অবস্থা। িএই রাস্তাটি প্যাক্সের বাজার হয়ে আচার্য্য পাড়া পর্যন্ত। কিন্তু একমাত্র বিকল্প রাস্তাটি বৃষ্টি হলেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে। স্কুল পড়ুয়া সহ গোটা এলাকার লোকজনকে যাতায়াতের ক্ষেত্রে দূর্বিসহ যন্ত্রনা সহ্য করতে হচ্ছে। বিভিন্ন সময়ে এই রাস্তাটির সংস্কারের দাবি জানানো হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। শেষে বৃহস্পতিবার দক্ষিন সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন প্রদান করল ১নং ওয়ার্ড এলাকার জনসাধারন। মোট ৩৮ জনের স্বাক্ষর সম্বলিত ডেপুটেশনের প্রতিলিপি তুলে দেওয়া হয়। কিন্তু আশ্চর্য্যের বিষয় হলো পঞ্চায়েত থেকে ১নং ওয়ার্ডের জনসাধারনকে জানানো হয়, ইট দিয়ে দেওয়া হবে, নিজেরা কাজ করিয়ে নিন। এমন প্রত্যুত্তর পেয়ে জনসাধারন আশাহত হয়ে সেখান থেকে ফিরে আসেন। প্রশ্ন তুললেন, কখনোও কি এমনটা হয়েছে? এ কেমন সিদ্ধান্ত?