প্লাস্টিকের চাল ও চিনি বিক্রির জল্পনাকে ঘিরে তুলকালাম কর্নাটক

riceজাতীয় ডেস্ক ৷৷ প্লাস্টিকের চাল ও চিনি বিক্রির জল্পনাকে ঘিরে এখন তুলকালাম কর্নাটক। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে রাজ্য প্রশাসন। শুক্রবার, রাজ্য বিধানসভার জিরো আওয়ারে বিষয়টি উত্থাপন করেন বিরোধী দলনেতা বিজেপির জগদীশ শেট্টার। তিনি জানান, বেশ কিছু সংবাদমাধ্যমে প্রচারিত খবরে দাবি করা হচ্ছে যে, অন্ন ভাগ্য বা পিডিএস প্রকল্পের আওতায় রাজ্য সরকার যে চাল ও চিনি বিক্রি করছে, তা প্লাস্টিকের তৈরি। এই প্রেক্ষিতে তদন্ত ও ব্যবস্থাগ্রহণের দাবি করেন শেট্টার। তিনি বলেন, যদি খবরটি ভুয়ো-ও হয়, তা হলেও এধরনের ভুল খবরে জনমানসে আতঙ্ক ছড়াতে পারে। কারণ, এগুলি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। তিনি বলেন, সরকারের উচিত সামগ্রীগুলির পরীক্ষা করা এবং খবরের সত্যতা যাচাই করা। উত্তরে রাজ্যের মন্ত্রী রমেশ কুমার জানান, সংবাদমাধ্যম মারফৎ তিনি এই বিষয়টি জানতে পারেন। তিনি ইতিমধ্যেই আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখার। তিনি বলেন, বিজ্ঞানীরা দাবি করেছেন, এধরনের জিনিস (প্লাস্টিকের চাল) সম্ভব নয়। হলেও, তা খরচসাপেক্ষ। ফলে, কেউ কেন তা করবে। যদিও, যাচাই না করে অভিযোগকে খারিজ করতে অস্বীকার করেন মন্ত্রী। রমেশ বলেন, আগে পরীক্ষা করে দেখা হবে। তারপর যা বলার বলব। তিনি আশ্বাস দেন, সোমবার নাগাদ তাঁর হাতে রিপোর্ট চলে আসবে। তিনি তা প্রকাশ করবেন। তিনি এ-ও জানান, কোনও অভিসন্ধির জন্য এধরেনর উড়ো খবর প্রচার করা হচ্ছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*