বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২০ জুন ৷৷ শান্তির বাজার নবম টি এস আর বাহিনি র উদ্দ্যেগে অনুষ্ঠিতহয় এক রক্তদান শিবির। শান্তির বাজার মহকুমার অন্তরগত জোলাইবারি হিচাছরা এই ক্যাম্পটি অবস্থিত। গোমতি ত্রিপুরা ও দক্ষিন ত্রিপুরা জুরে রয়েছে এই নবম টিএস আর বেটেলিয়ান ক্যাম্পটি। এই কেম্পের কর্মরত টি এস আর জওয়ানরা সমাজের উন্নয়নমূলক কাজের সাথে রক্তদানেও ব্যাপক উৎসাহের সহিত অংশগ্রহন করেন। মঙ্গলবারের অনুষ্ঠানে তারা সকলে শুধুমাত্র রক্তদানে সিমাবদ্ব থাকেননি সঙ্গে চক্ষু দান ও দেহ দানের মত মহৎ কাজও করেছেন। এই অনুষ্ঠানে স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে ১৪৭ জন রক্তদান করেছেন। অনুষ্ঠানে টি এস আর এর উদ্দ্যেগে পিলাক পাবলিক স্কুলের কচিকাচা শিশুদের খেলার জন্য খেলার সামগ্রি প্রদান করেন। তার সঙ্গে তিনটি ক্লাবের সদস্যের হাতে খেলারজন্য ফুটবল প্রদান করা হয়। এই অনুষ্ঠানের প্রদিপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভ সূচনা করেন জোলাইবারির বিধায়ক জশবির ত্রিপুরা। এছারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমা শাসক বিশ্বশ্রি বি, জোলাইবারি স্বাস্থ্য কেন্দ্রর চিকিৎসক বিনিতা চাকমা , নবম বেটেলিয়াম টি এস আর এর কমান্ডেন্ট ও অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রক্তদানের গুরুত্ব কতটুকু তা সকলের সামনে বিস্তারিত আলোচনা করেন।