নিয়মিত স্টাইপেন্ডের টাকার দাবীতে গণঅবস্থানে ইন্টার্ন শিক্ষার্থীরা

internআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন ৷৷ নিয়মিত স্টাইপেন্ডের টাকা দেওয়ার দাবীতে গণঅবস্থানে বসলেন আগরতলা গভঃ মেডিক্যাল কলেজ ও জি বি পি হাসপাতালের ইন্টার্ন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরাদের অভিযোগ, গত তিন মাসে তারা কোনো স্টাইপেন্ড পায়নি। শিক্ষার্থীরা জানান, গত ৯ মার্চ, ২০১৭ ট্রেনিং শুরু হওয়ার পূর্বে তাদের সাথে চুক্তি হয়েছিল প্রতি মাসে ১৮ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। কিন্তু তিন মাস কেটে গেলেও তারা এখনও পর্যন্ত কোনও টাকা পায়নি। এ বিষয়ে তারা একাধিকবার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও কোনও লাভ হয়নি বলে তারা জানান। অবশেষে মঙ্গলবার তারা নিয়মিত স্টাইপেন্ডের টাকা দেওয়ার দাবীতে গণঅবস্থানে বসলেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*