আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই ৷৷ মা, বাবা এবং পালিত বোন কে নৃশংস ভাবে হত্যা করল এক পাষণ্ড ছেলে। এই নারকীয় ঘটনার সাক্ষী হয়ে রইল বেলতলী এলাকার মানুষ। জানা যায়, মঙ্গলবার বিকেলে আগরতলা এ ডি নগর থানাধীন বেলতলী এলাকার বাবুল হালদার এবং তার স্ত্রী সাবিত্রী হালদারের চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশীরা। প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখতে সুজিত হালদার তার বাবা পান বাবুল হালদার, মা সাবিত্রী হালদার এবং তার পালিত বোন কে নৃশংস ভাবে হত্যা করে হতভম্ভ হয়ে পাশের রুমে বসে আছে। ঘরে রক্তে ভেসে আছে। এলাকাবাসীর সন্দেহ সুজিত তাদের লোহার ডাম্বেল দিয়ে মাথায় থেতলিয়ে খুন করেছে। সঙ্গে সঙ্গে খবর দেয়া হয় এ ডি নগর থানায়। খবর পেয়ে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার শর্মিষ্ঠা চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যান। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজিত স্বীকার করেছে রাগের মাথায় খুন করেছে। পুলিশ সুজিতকে গ্রেপ্তার করেছে। মৃত দেহ গুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।