বিজেপির পরিবর্তন সভা

bjpবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৬ আগষ্ট ৷৷ শান্তির বাজার মহকুমার অন্তর্গত লক্ষীছড়া এডিসি ভিলেজের মমসু মগ পাড়ায় বিজেপির উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় এক পরিবর্তন সভা। এই পরিবর্তন সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য প্রভারী সুনিল দেওধর, বিজেপির রাজ্য সহ-সম্পাদক সুবল ভৌমিক, বিজেপি’র দক্ষিন জেলার সভাপতি বিভিষন দাস, শান্তির বাজার মন্ডল প্রেসিডেন্ট প্রদীপ দাস, প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরীশঙ্কর রিয়াং ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই পরিবর্তন সভায় সি পি আই (এম) থেকে ৬৪ পরিবারের ১৭০ জন ভোটার ও অন্যান্য দল থেকে ৫৮ পরিবারের ১২২ জন ভোটার বিজেপি’তে যোগদান করেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা আগামী ১৮ নির্বাচনের লক্ষ সকলের সামনে উপস্থাপন করেন ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*