আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ আগষ্ট ৷৷ রাজ্যের সংবাদপত্র জগৎ-এ ৩৯ বছর অতিক্রম করেছে “ডেইলি দেশের কথা’। বুধবার ডেইলি দেশের কথা’র ৩৯তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় আগরতলা টাউন হলে। এদিন আগরতলা টাউন হলে আয়োজিত এক হলসভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর, সমীর পাল সহ উপস্থিত ছিলেন সি পি আই (এম) কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস ও অন্যান্যরা।