রাজধানী এক্সপ্রেস যাত্রার সূচনালগ্নে হাজার হাজার মানুষের ভীড়ে কল্লোলিত বাধারঘাট রেল স্টেশন

rjex.jpg11 rjex.jpg11.jpg1আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর ৷৷ বাধারঘাটস্থিত আগরতলা রেল স্টেশন তৈরি হয়েছে উজ্বয়ন্ত রাজপ্রাসাদের আদলে। নান্দনিকতার সঙ্গে আধুনিকতার মিশেলে তৈরি রেল স্টেশনকে সাজিয়ে তোলার কাজ শুরু হয়ে যায় বেশ কয়েকদিন আগে থেকে – রাজধানী এক্সপ্রেস রেলের আগমন উপলক্ষ্যে। সপ্তাহের সোমবার আগরতলা থেকে রাজধানী এক্সপ্রেস ছুটবে দিল্লীর উদ্দেশ্যে, দিল্লী থেকে আগরতলা অভিমুখে ছাড়বে বুধবার। দেশের ১৬টি স্টেশান ছুয়ে ১৭ নম্বর স্টেশান দিল্লীর আনন্দ বিহার পৌঁছুবে। ২০৫০১/২০৫০২ আগরতলা-আনন্দ বিহার (দিল্লী) রাজধানী এক্সপ্রেস যাত্রায় সৌভাগ্যবান যাত্রী নিয়ে দিল্লীর উদ্দেশ্যে যাত্রা শুরুর মুহূর্তে হাজার হাজার মানুষ ভীড় জমায় বাধারঘাট রেল স্টেশনে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*