শান্তির বাজারে দিনে দুপুরে জ্বলছে স্ট্রিট লাইট

sbবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৬ এপ্রিল ৷৷ দীর্ঘ বামজমানায় বামেদের দ্বারা নিয়োগ কর্মীর অবহেলার স্বিকার শান্তির বাজারের লোকজন। শান্তির বাজারে বিদ্যুৎ পরিষেবা আগে থেকেই লাঠে উঠেছে, এর মধ্যে চলছে বিদ্যুৎ অপচয়। যার মাসুল গুনতে হচ্ছে সাধারন জনগনকে। এমনটাই চিত্র ধরা পরলো আমাদের ক্যামেরায়। বিদ্যুৎ দপ্তরের এইহেন খামখেয়ালীর জন্য একরাস ক্ষোভ উপরে দিল সাধারন জনগন। শান্তির বাজার শহর এলাকায় সামান্য এক ফোঁটা বৃষ্টি পরলে সারা রাত বিদ্যুৎ বিছিন্ন হয়ে পরে। বিদ্যুৎ দপ্তরকে খবর দিলেও কাজের কাজ কিছু হয়না। সকলে কুম্ভনিদ্রায় আছন্ন হয়ে থাকে। এবার দেখা যাচ্ছে বিদ্যুৎ কর্মীরা দিনের বেলায়ও নাকে তেল দিয়ে নিদ্রায় আছন্ন হয়ে থাকেন। যার ফলে রাতে জ্বালানো স্ট্রিট লাইট দুপুর ১২টা নাগাদও নেভানো হয় না। এই ভাবে বিদ্যুৎ কর্মীদের গাফিলতিতে বিদ্যুৎ অপচয় হয়। অপর দিকে এই বিদ্যুৎ অপচয়ের মাসুল গুনতে হয় সাধারন জনগনকে। সাধারন জনগনের দাবি বিদ্যুৎ বিল একদিন দিতে দেরি হলে তাদেরকে ফাইন মানি দিতে হয় কিন্তু দপ্তরের গাফিলতি তাদের নজরে একবারও পরেনা। শান্তির বাজারে বিদ্যুৎ দপ্তরে বাড়ি বাড়ি গিয়ে বিল করার জন্য লোক রাখা হয়েছে কিন্তু এই সকল লোক সঠিক ভাবে কাজ করেনা। ঘরে বসেই তারা বিল করে ফেলে, আবার অনেক সময় বিলও করেনা। এই নিয়ে গ্রাহকদের অসুবিধার সন্মুখিন হতে হয়। তাই সাধারন জনগনের দাবি বর্তমান রাজ্য সরকার যেন এই বিষয়ে গুরুত্বদেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*