আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল ৷৷ আমরা পাথরে, গাছে এবং প্রত্যেকটি জায়গায় ভগবানকে দেখতে পাই। সেই কারনেই আমাদের দেশের সংস্কৃতি সর্বশ্রেষ্ট সংস্কৃতি। বুধবার আগরতলাস্থিত জগন্নাথ জিও মন্দির পরিদর্শনে গিয়ে একথা বলেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী মন্দির পরিদর্শনে গিয়ে শ্রী শ্রী জগন্নাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে হরিনাম সংকীর্তন শ্রবণ করেন। মুখ্যমন্ত্রী সেখানে মন্দিরের বিগ্রহে আরতিও করেন। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, বিধায়ক আশীষ কুমার সাহা, ডাঃ দিলীপ দাস, রামপদ জমাতিয়া সহ মন্দিরের সাধুসন্তরা।