আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মে ৷৷ ৩ দিন পর অবশেষে উদ্ধার হল হাওড়া নদীতে তলিয়ে যাওয়া নিখোঁজ যুবকের মৃতদেহ। বৃহস্পতিবার বিকেলে বটতলা জহর ব্রিজ সংলগ্ন নদী থেকে উদ্ধার হয় ননি ঋষিদাস নামে ২২ বছরের যুবকের মৃতদেহ। জানা যায়, গত মঙ্গলবার বিকেলে প্রতাপগড় এলাকায় হাওড়া নদীতে নেমে নিখোঁজ হয়ে যায় ওই যুবক। পরবর্তী সময়ে এনডিআরএফ টিম নদীতে খোঁজাখুঁজি করলেও তার কোন সন্ধান পাওয়া যায় নি। শেষ পর্যন্ত তিনদিনের মাথায় জহর ব্রিজ এলাকায় নদীতে তার দেহ ভেসে উঠে। খবর পেয়ে পশ্চিম থানা ও বটতলা ফাঁড়ির পুলিশ সহ উদ্ধারকারী দল এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃতের বাড়ির লোকেরাও। পরিবার সুত্রে জানা যায়, মৃত যুবক মৃগী রোগে আক্রান্ত ছিল।