জলপ্লাবিত এলাকা পরিদর্শনকালে জলমগ্ন রাস্তায় নেমে মানুষের খোঁজখবর নিলেন মুখ্যমন্ত্রী

bannaআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ মে ৷৷ প্রবল বর্ষণের ফলে শুক্রবার ভোর থেকেই রাজধানী আগরতলা শহর জলপ্লাবিত হয়ে পড়ে। এর ফলে স্তব্ধ হয়ে পড়ে মানুষের জীবনযাত্রা। মানুষের দুর্ভোগ চরমে উঠে। রাজ্যের মুখ্যমন্ত্রী সকালের বিমানে কোলকাতা থেকে আগরতলা এসেই রাজধানীর জলপ্লাবিত বনমালীপুর এলাকা পরিদর্শন করেন। তিনি জলমগ্ন বাড়িগুলোও ঘুরে দেখেন। এসময় তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুখময় সেনগুপ্তের বাড়িতেও যান এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। জলমগ্ন বনমালীপুরবাসীর সঙ্গেও তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, এলাকার জল নিকাশনি ব্যবস্থাকে উন্নত ও আধুনিক করে তুলতে ৭ কোটি টাকা বরাদ্ধ করা হয়েছে। বৃষ্টি থামলেই এর কাজ শুরু হবে। এছাড়াও জলমগ্ন এলাকায় দুর্গত মানুষদের সহায়তায় নৌকা নামাতেও বলেছেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক সন্দীপ এন মাহাত্মে, সদর মহকুমা শাসক ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*